শিরোনাম
১৬ অক্টোবর, ২০২১ ১৯:৪১

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ :

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা মখলেছুর রহমান (৪৮) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকালে মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মখলেছুর রহমান মোহাম্মদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকালে ফজলুর রহমানের ছেলে আলম পারিবারিক গোরস্থানে ভাটা থেকে ইট এনে ঘর তৈরির কাজ করছিল। এসময় মখলেছুর রহমান ঘর তৈরিতে বাধা দেয় এবং দুই পরিবারের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষের জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন সময়ে ফজলুর রহমানের ছেলে আলম ও শহিদুল এলোপাতাড়ি ইট ছুঁড়তে থাকে। এসময় তাদের ইটের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জমাজামি নিয়ে বিরোধের জের ধরে মখলেছুর রহমান নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর