শিরোনাম
২১ অক্টোবর, ২০২১ ২১:০৪

পূজামণ্ডপে হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পূজামণ্ডপে হামলার 
প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

শারদীয় দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ  ও হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতমাথায় বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এতে বগুড়ার ১২টি উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সহসভাপতি স্বপন চক্রবর্তী, সাবেক সভাপতি অমৃত লাল সাহা, তপন কুমার নিয়োগী, সমর দাস, প্রদ্যুত কুমার চাকী, বিলাসী রানী, সদর উপজেলা সভাপতি কালা চাঁন সাহা, সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায় এবং অন্যান্য উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বক্তারা সাম্প্রদায়িক নিপীড়ন নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের প্রচলিত আইনে শাস্তির দাবি জানান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর