২৪ অক্টোবর, ২০২১ ১৮:৩২

বাগেরহাটে কথিত জিনের বাদশাকে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কথিত জিনের বাদশাকে গ্রেফতার

বাগেরহাটের রামপাল থেকে কথিত জিনের বাদশা হানিফ ঢালীকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে জেলার রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তথা কথিত জিনের বাদশাকে গ্রেফতার করা হয়। 

হানিফ ঢালী গভীর রাতে জিনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও জানায় র‌্যাব।

র‌্যাব-৬ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তথা কথিত জিনের বাদশা হানিফ ঢালীকে (৩৫) গ্রেফতার করা হয়। হানিফ ঢালী রামপালের চাঁদপুর এলাকার সোবাহান ঢালীর ছেলে। এ সময় র‌্যাব সদস্যরা গ্রেফতার হওয়া হানিফ ঢালীর প্রতারণার কাজে ব্যবহৃত ১০ টি সীম কার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদে কথিত জিনের বাদশা হানিফ ঢালী পীর দরবেশ সেজে প্রতারণা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করেছেন। এই প্রতারকের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতাকৃত হানিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার বিকেলে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর