অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত দিনাজপুরের খানসামা উপজেলার নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ত্যাগকালে ইউএনও মাহবুবকে বিদায় জানাতে এসে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবেগাপ্লত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনিও কাদঁলেন, অন্যকেও কাদাঁলেন।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও রাশিদা আক্তারকে বরণ শেষে দায়িত্ব হস্তান্তর করা হয়।
বিদায় বেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে চেষ্টা করেছি আমার উপর সরকারের অর্পিত দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজন সবার সাথে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছি। সকল কাজে উপজেলাবাসীর সহযোগিতা ও সমর্থন ছিল আমার প্রেরণা।
বিডি প্রতিদিন/এএ