৪ বছরের শিশু জান্নাতুল মাওয়া মিনহা আক্তার। মায়ের হাত ধরে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। ওভারটেক করতে গিয়ে একটি বাস চাপা দেয় শিশু মিনহাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে তাকে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর এলাকায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সুলতান আহাম্মদ জানান, রামপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক মনির হোসেনের মেয়ে মিনহা আক্তার তার মা শামসুন্নাহারের সাথে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে আসছিলেন। এসময় একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই