পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের সমস্যা এবং সমাধানে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে কৃষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা এ সভার আয়োজন করে।
নীলগঞ্জ ইউনিয়নের কৃষক আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়কারি লিংকন বায়েন, কলাপাড়া উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শাওন, পরিবেশ কর্মী ও সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, কৃষক সুলতান গাজী ও জাকির হোসেন প্রমুখ।
বক্তারা খালে বাঁধ, পানি প্রবাহ বাধাগ্রস্ত ও মিঠা পানি সংরক্ষণে সমস্যা এবং সমাধানে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএ