জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট পৌর শহরের আরাম নগর মহল্লায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল্লাহ জয়পুরহাট পৌর শহরের আরাম নগর মহল্লার ফরিদ হোসেনের ছেলে।
(ওসি) আলমগীর জাহান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু আব্দুল্লাহকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর পর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ