বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে বগুড়া শহর বিএনপির দোয়া মাহফিল করেছে। সোমবার বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি নেতা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা ফজলুর বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান বকুল, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবি সালাম, মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, জহুরুল ইসলাম ডালু, এনামুল হক সুমন, খাদেমুল ইসলাম খাদেমসহ বগুড়া শহর বিএনপি ও ২১টি ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ