কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে গর্তে বালু চাপা পড়ে আলী হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ডুলাহাজারা ইউনিয়নের পাহাড় ঘেষা বগাচতর এলাকায় গতকাল সোমবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় নারী ইউপি সদস্য নূর নেওয়াজ বেগম ও তার ছেলে জমির উদ্দিনের নাম উল্লেখপূর্বক ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিহত আলী হোসেন কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বশির আহমদের ছেলে। তিনি ডুলাহাজারাস্থ শ্বশুরবাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন।
চকরিয়া থানার এসআই আবু সায়েম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীরা জানায়, বগাচতর এলাকায় কয়েক একর চরাখাল লীজ নেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তারা শ্রমিক ভাড়া করে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন পাহাড় ও সমতল ভূমি থেকে অবৈধভাবে বিস্তীর্ণ এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিলেন। ওই পয়েন্টে নিয়মিত বালু উত্তোলনের ফলে বেশ কয়েকটি বড় আকারের গর্ত সৃষ্টি হয়। গর্তে নেমে বালু উত্তোলন করার সময় বালুর স্তুপ ভেঙ্গে চাপা পড়েন আলী হোসেন। পরে স্থানীয় লোকজন বালু চাপা পড়া শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, বালু চাপা পড়ে নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির