ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন আগামী ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন। এ নির্দেশ অমান্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয় নির্দেশনা পত্রে। মঙ্গলবার ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এ সম্পর্কিত নির্দেশনা এসেছে।
জানা যায়, ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৭ এপ্রিল। পরবর্তীতে ৬ মাস অতিবাহিত হলেও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন আয়োজন না করায় সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করলে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিষয়টি দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন এর উপ পরিচালক মোহা: আবুল বাশারের নিকট অভিযোগ করে জানান।
পরবর্তীতে তিনি নির্বাচন আয়োজনের জন্য ২৬ সেপ্টেম্বর পত্র প্রদানের মাধ্যমে নির্দেশনা প্রদান করেন। তারপরও নির্বাচন আয়োজন না করা হলে গত ২৮ অক্টোবর মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, অভিযোগকারী এবং চিনিকলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এক জরুরি সভার মাধ্যমে তাদের মতামত গ্রহণ করেন।
এরই প্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন বিধান বাস্তবায়নের লক্ষ্যে ও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পত্র জারির ৪৫ দিনের মধ্যে সংগঠনের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করে পত্র প্রেরণ করেন, ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা