নিরপেক্ষ ব্যক্তিদের প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন বরগুনার সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো গোলাম সরোয়ার শাহিন। ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাচন অফিস তালিকা তৈরি করেছে। তালিকা পরিবর্তন করে নিরপেক্ষ ব্যক্তিদের প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন মো. গোলাম সরোয়ার শাহিন।
আজ মঙ্গলবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম সরোয়ার শাহিন অভিযোগ করে বলেন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার যাদের প্যানেল তৈরি করা হয়েছে এদের সকলে চেয়ারম্যান প্রার্থী আঃ বারী বাদলের আত্মীয় এবং ঘনিষ্ঠজন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচন অফিসের কতিপয় কর্মকর্তা বিশেষ সুবিধা নিয়ে বারী বাদলের তালিকা থেকেই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের পাঁয়তারা করছেন।
বিডি প্রতিদিন/ফারজানা