বরগুনা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা (বালক-বালিকা)। এদিন সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য মজিবুর রহমান, বিকাশ সাহা, ট্রেজারার জসিম উদ্দীন সাগর, নির্বাহী সদস্য মহিউদ্দিন মকবুল, হারুন অর রশিদ রিংকু, খলিলুর রহমান কিরন, কামাল হোসেন, রুম্মান ও তুহিনসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
প্রতিযোগিতায় ৫টি উপজেলার বালক এবং দুটি উপজেলা থেকে দুটি বালিকা দলসহ মোট ৭টি দল অংশগ্রহণ করে। বালক বিভাগে বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন এবং তালতলী উপজেলা রানার্স আপ হয়। আর বালিকা দলে বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন এবং বামনা উপজেলা রানার্স আপ হয়।
বিডি প্রতিদিন/এমআই