বগুড়ার শেরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ ইউনিয়নের পাঁচটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন। এসব ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কাছে তাদের ভরাডুবি হয়। বৃহস্পতিবার রাতে এই নির্বাচনের ফলাফল ও বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন।
এর আগে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই দ্বিতীয় দফায় এই উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটার উপস্থিতি ছিল বেশ ভালো। নির্বাচনে আওয়ামী লীগের চারজন, বিএনপির তিনজন, জামায়াতের একজন ও একজন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে বিজয়ী চেয়ারম্যানরা হলেন-উপজেলার কুসুম্বী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহ আলম পান্না (স্বতন্ত্র-বিএনপি) ৮৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মমিন (স্বতন্ত্র-বিএনপি) পেয়েছেন ৬৯৫০ ভোট। খামারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত আব্দুল মোমিন মহসিন (নৌকা) জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (স্বতন্ত্র-জামায়াত) পেয়েছেন ৪৪১০ ভোট। খানপুর ইউনিয়নে মো. পিয়ার হোসেন পিয়ার (স্বতন্ত্র-বিএনপি) ৮৮৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম রাঞ্জু (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র) পেয়েছেন ৭৯৬৯ ভোট।
সুঘাট ইউনয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনিরুজ্জামান জিন্নাহ (নৌকা) ৮৮৮০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন জেহাদ (স্বতন্ত্র-বিএনপি) পেয়েছেন ৭১৭৫ ভোট। মির্জাপুর ইউনিয়নে জাহিদুল ইসলাম (স্বতন্ত্র-বিএনপি) ৫৬০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোস্তাফিজার রহমান (স্বতন্ত্র-বিএনপি) ভোট পেয়েছেন ৪৪৮২ ভোট। বিশালপুর ইউনিয়নে জাকির হোসেন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ৮৫৯৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রার্থী সুধান্য চন্দ্র (স্বতন্ত্র) পেয়েছেন ৫৯৪৪ ভোট। ভবানীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এসএম আবুল কালাম আজাদ ( নৌকা) ১০২০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রার্থী গোলাম মোস্তফা (স্বতন্ত্র-বিএনপি) পেয়েছেন ৫৭৮৭ ভোট।
সীমাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী গৌরদাস রায় চৌধুরী (নৌকা) ১০৪৫৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রার্থী আফতাব হোসেন তালুকদার (স্বতন্ত্র-বিএনপি) পেয়েছেন ৫৩৬১ ভোট। এছাড়া শাহবন্দেগী ইউনিয়নে কাজী আবুল কালাম আজাদ (স্বতন্ত্র-জামায়াত) ১২২১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী আবু তালেব আকন্দ (নৌকা) পেয়েছেন ৮২৫১ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১০৯টি কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ১০ হাজার ৫৬৬ জন।
বিডি প্রতিদিন/এমআই