চুয়াডাঙ্গায় তৌহিদ হোসেন (২৮) নামে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার বিকাল ৫টার দিকে থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মিল্লান হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তৌহিদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। কাউকে বলেন তিনি গোয়েন্দা সংস্থার কর্মচারী। আর পুলিশের কাছে পরিচয় দেন দুদক কর্মচারী হিসেবে। সাধারণ মানুষের কাছে তার পরিচয় নিশ্চিত করতে তিনি কখনো বন্দুক হাতে, কখনো পুলিশের পোশাক পড়ে, আবার কখনো ওয়াকিটকি হাতে ছবি উঠে প্রচার করেন নিজের ফেসবুকে। এ রকম বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে সে মূলত সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।
ওসি আরো জানান, কিছুদিন ধরে প্রতারক তৌহিদের প্রতারণার অভিযোগ আসছিলো পুলিশের কাছে। শুক্রবার বিকালে থানার সামনে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। সে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, এক নারীকে সে পুলিশ পরিচয় দিয়েছে। সেই পরিচয়ের সত্যতা প্রমাণের জন্যই থানার সামনে ঘোরাঘুরি করছিলেন।
এ ঘটনায় প্রতারক তৌহিদের নামে চুয়াডাঙ্গা সদর থানার দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ