দিনাজপুর পার্বতীপুরে অজ্ঞাত এক যুবকের (২৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে পার্বতীপুরের মনমথপুর রেলস্টেশন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দুপুর ১টার দিকে মনমথপুর রেলস্টেশন অতিক্রম করে। এ সময় রেললাইনের পাশে থাকা কয়েকজন শিশু ট্রেন থেকে বস্তার মতো কিছু ফেলে দিতে দেখে। বিষয়টি জানাজানি হলে রেললাইনের ধারে বসবাসকারী স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের ধারনা, পার্বতীপুরের মনমথপুর রেলওয়ে স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় কোনো ট্রেনই এখানে থামে না। এ সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ট্রেন থেকে ওই যুবকের বস্তাবন্দি লাশ এখানে ফেলে দিয়েছে বলে ধারণা করছেন।
দিনাজপুর রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ