সিলেটের বিশ্বনাথ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় কমিটির আয়োজনে আরডিআরএস বাংলাদেশ ও সূচনা কর্মসূচির সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস।
সূচনা প্রকল্প বিশ্বনাথের পুষ্টি কর্মকর্তা হামিদা হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুষ্টি কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) আবদুর রাজ্জাক, ভেটেনারি সার্জন শামীমা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল মোহাইমিন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, স্থানীয় সরকার প্রকৌশলী সঞ্জিব চন্দ্র সরকার, উপজেলা হাসপাতালের পরিসংখ্যানবিদ আলী আহমদ, সূচনা প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট (মার্কেট লিংকেজ) শাহিনুর হাসান, হেলেন কেলার ইন্টার ন্যাশনালের টেকনিক্যাল অফিসার (হর্টিকালচার) সাবিহা নাজনীন, রামপাশা ইউনিয়ন পরিষদ সদস্য আবুল খায়ের প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর