ভালুকা মডেল গার্লস কলেজের এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার ভান্ডাব এলাকায় ভালুকা মডেল গার্লস কলেজ প্রাঙ্গণে ওই বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভালুকা মডেল গার্লস কলেজ গভর্নিং বডির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় নায়েমের পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এম. এ. ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন, পৌর ছাত্রলীগ নেতা কামরুজ্জামান টিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর