১ ডিসেম্বর, ২০২১ ১৫:০৭

খাগড়াছড়িতে জাতীয় পতাকা প্রদক্ষিণ শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে জাতীয় পতাকা প্রদক্ষিণ শোভাযাত্রা

খাগড়াছড়িতে জাতীয় পতাকা প্রদক্ষিণ শোভাযাত্রা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসে খাগড়াছড়িতে জাতীয় পতাকা প্রদক্ষিণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা কমাড্যান্টের কার্যালয় থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বরে প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় জেলা আনসার কমান্ড্যান্ট মো. জিয়াউর রহমান ও সহকারী কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্যে কর্মকর্তারা বলেন, জাতীয় পতাকা একটি জাতির রাষ্ট্রীয় প্রতীক। ১৯৭১ এর মহান স্বাধীনতার সংগ্রামে অর্জিত এ পতাকার মান অক্ষুণ্ন রাখতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। দেশের যেকোনো প্রয়োজনে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ ও দশের সেবায় প্রস্তুত থাকতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর