টেকনাফের চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টার পর এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে রোহিঙ্গা বাজার হতে নিখোঁজ হয় ওই কিশোরী। বিষয়টি স্বজনরা এপিবিএনকে অবহিত করে। ঘটনার পর থেকে চাকমারকুল ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল ভিকটিমকে উদ্ধারে চেষ্টা চালায়। পুলিশের তৎপরতায় একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় ভিকটিমকে পালংখালী প্রাইমারী স্কুলের পেছনে স্থানীয় আবু ফয়েজের বাসা থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত কিশোরীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ