কুমিল্লার লাকসামে খেলতে গিয়ে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে মাহবুবা আক্তার (৭) নামে এক শিশু। বুধবার বিকালে পৌরশহরের ৪নং ওয়ার্ডস্থ হাউজিং এস্টেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহবুবা ওই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের প্রবাসী হাবিল মিয়ার মেয়ে। সে লাকসামের একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, লাকসাম হাউজিং এস্টেট এলাকার মাহবুব কাদের মিয়ার চারতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় সন্তানদের নিয়ে থাকতেন প্রবাসী হাবিল মিয়ার স্ত্রী নাজমা বেগম। বিকালে ভবনের অন্য ভাড়াটিয়া শিশুদের সঙ্গে ছাদে খেলতে যায় মাহবুবা। আকস্মিক সবার অজান্তে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবনটির ছাদের চারপাশে রেলিং না থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ভাড়াটিয়াদের অভিযোগ।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের বাড়িতে নিয়ে গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ