ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম উলামাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, কাতুলি এমদাদিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম।
সবশষে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন মুনাজাত পরিচালনা করেন। এসময় মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, সাংবাদিক বিল্লাল হোসেন, মো. আব্দুল মান্নান, সাধারণ কেয়ার টেকার ক্বারী ফজলুল হক, আল আমিন ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন