মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার সকালে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে ৩ উপজেলায় ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ শেষ হয়েছে।
কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি খন্দকার আবু আনছার নাজাত আশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ।
বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম হোসেন, শ্রীপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামীম খান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, নাসিরুল ইসলাম, জিন্নাত হোসেন, মোহাম্মদ সাইফুল্লাহ, লেলিন জাফর, বিকাশ বাছাড়, তাছিন জামান, জুয়েল হাসান, মহসিন মোল্যা। শ্রীপুরে ৩৫০ জন শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কম্বল বিতরণের মাধ্যদিয়ে পর্যায়ক্রমে জেলার ৩টি উপজেলায় ১ হাজার কম্বল বিতরণ শেষ হলো।
এ সময় উপস্থিত অতিথিরা বসুন্ধরা গ্রুপের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বসুন্ধরার কল্যাণকর কাজের ব্যাপক প্রশংসা করেন। অসহায় দরিদ্র নারী-পুরুষ কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন