মেহেরপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সেরা হয়েছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থানে আছে গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। মেহেরপুর জেলার তিন উপজেলার চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কোনওটিতেই শতভাগ পাস করেনি।
এসএসসি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮৩ জন। ৮৩ জনই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৮৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।
জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখান থেকে ২৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।
চতুর্থ স্থানে রয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছিল মোট দুইশ’ জন। পাস করেছে ১৯৪ জন। জিপিএ-৫ পেয়েছ ৪৪ জন।
পঞ্চম স্থানে রয়েছে গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ১১৬ জন। পাস করেছে ১১১ জন। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
বিডি প্রতিদিন/কালাম