মেহেরপুরের গাংনীতে ব্যাংক এজেন্ট খাদেমুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি আক্তারুজ্জামান সেতু (২১) কে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আখতারুজ্জামান সেতু মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মধ্য পাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, চট্টগ্রাম জেলার ডাবল মুরিং থানার আগ্রাবাদ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল আভিযান চালিয়ে পলাতক আসামি আখতারুজ্জামান সেতুকে আটক করে। আটক পর তাকে চট্টগ্রাম থেকে মেহেরপুরে নেয়া হয়েছে।
উলেখ্য, গত ২৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে মেহেরপুরের মুজিবনগর থেকে গাংনীতে আসার পথে গাড়াডোব-আমঝুপি সড়কে একটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেওয়ারর চেষ্টা করা হয়। এসময় খাদেমুল এর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। গাংনী থেকে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পুলিশ খাদেমুল ইসলামের ব্যাগ থেকে ৪৬ লাখ টাকা উদ্ধার করে। গুলি করে হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে মিনারুল ইসলাম এর ছেলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ