কুড়িগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বৃহস্পতিবার পুরো দিন বেড়েছে শীতের ঠাণ্ডার তীব্রতা। বুধবার সন্ধ্যা থেকে রাতভর ও সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। ফলে কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের জীবনযাত্রা। প্রচণ্ড ঠাণ্ডায় গরু ছাগলসহ বিভিন্ন গবাদি পশুরাও পড়েছে কষ্টে। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষসহ অসহায় মানুষদের। এসব মানুষের অধিকাংশই শীতের কমদামের কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের দোকানে। শীতজনিত ডায়রিয়া ও সর্দি-কাশি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এখন পর্যন্ত সরকারিভাবে ৯ উপজেলায় ৩৫ হাজার ৫শ কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে ভুক্তভোগীরা জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ