লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নতুন চাঁদ এর সম্পাদক হোসাইন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল বিজয়ী হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাছরাঙ্গা টিভি’র শাকের মোহাম্মদ রাসেল, কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকের প্রত্যাশা এর ফিরোজ উদ্দিন হাওলাদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলাদেশের খবর পত্রিকার মোস্তাফিজুর রহমান টিপু, প্রচার সম্পাদক পদে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর নাজিম উদ্দিন রানা, নির্বাহী সদস্য পদে ডেইলি সান এর রেজাউল করিম পারভেজ ও আজকালের খবর পত্রিকার রবিউল ইসলাম খান বিজয়ী হন।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭৮ সদস্যের মধ্যে ৭৭জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল পৌনে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিক আহম্মেদ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। প্রেসক্লাবের নির্বাচনে বিভিন্ন পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দিপু (লক্ষ্মীপুর আলো) নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে আরও ছিলেন অ্যাডভোকেট মাহমুদুল হক সুজন ও অ্যাডভোকেট মো. রিয়াজ হোসেন মাহমুদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ