ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলার ভাইটকান্দি বাজার সংলগ্ন সখল্যা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বাশাটী গ্রামের মাজহারুল নামে এক মোটরসাইকেল আরোহীর পা ভেঙে যায়।
পরে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. নূর সখিনা জাহান মাধুরী তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া অজ্ঞাত আরেকজন আহত হয়েছেন। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রানেশ চন্দ্র পন্ডিত এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ