ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রধান অতিথি হিসেবে বই মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মোমিনুল আলম বাবু। মেলা উদ্বোধনের পর প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কবি ও গবেষক জয়দুল হোসেনের সদ্য প্রকাশিত “বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বইমেলায় ঢাকার প্রথমা প্রকাশন, ইউপিএলসহ জাতীয়ও স্থানীয় পর্যায়ের ২৫টি স্টল অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল