মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কার দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারকারীদের পিষে দেয় আরেকটি বাস।
এই তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, একটি প্রাইভেটকার হাইওয়ে হয়ে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি বাঁচামারা এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করতে গেলে পেছন থেকে আসা আরও একটি যাত্রীবাহি বাস দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারে দ্বিতীয়বার ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় আরও তিনজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন নিহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে পাচ্চর রয়েল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও প্রাইভেটকার যাত্রী আশিকুর রহমান বলেন, আমাদের প্রাইভেট কারকে প্রথমে একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে পিছন থেকে আসা আরও একটি যাত্রীবাহী বাস আবার ধাক্কা দেয়। এসময় আরও তিনজন মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মো.খলিল মাতুব্বর (৫৮) নামের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করতে থাকে। এমন সময় গোপালগঞ্জ থেকে আসা এক যাত্রীবাহী পরিবহন স্থানীয়দের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু মারা যান।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় প্রথম দু’জন মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। পরে আরও দু’জন মারা গেছে। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ঘটনাস্থলে আছে। দুর্ঘটনার পরে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যানজট নিরসণ হয়েছে। তবে দুর্ঘটনার কারণ ও নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক