শিরোনাম
- সূর্যকুমার ক্যামেরার বাইরে হাত মিলিয়েছিল, দাবি পাক অধিনায়কের
- দেশে প্রতি তিনজন স্নাতকধারীর একজন দুই বছর পর্যন্ত বেকার থাকেন : বিবিএস
- ক্রিকেটকেই অসম্মান করেছে ভারত: পাক অধিনায়ক
- এশিয়া কাপ জিতে ৩ লাখ ডলার পেল ভারত, পাকিস্তানের ভাগ্যে কত?
- সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার
- এশিয়া কাপ ট্রফি নিয়ে নকভির আচরণে আইসিসিতে অভিযোগ জানাবে ভারত
- সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই
- মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, পাল্টা জবাব নাকভির
- উন্মুক্ত নকল : পরীক্ষা কেন্দ্র বাতিল, কেন্দ্রের যুগ্ম-পরিচালক বরখাস্ত
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
- সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নের উদ্যোগ
- বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে ছড়িয়ে দিতে প্রবাসীদের আহ্বান
- যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে বাবার পর না ফেরার দেশে শিশুসন্তান
- ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
- র্যাম্বো চরিত্রে ফিরতে না পেরে হতাশ স্ট্যালোন
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি, বেজে উঠলো সাইরেন
- ঢাকার বাতাসের মান আজ কেমন?
- খুনে ব্যাটিংয়ে ৪৬ বলে সেঞ্চুরি ৩৯ বছর বয়সী টেইলরের
- শাহজালাল বিমানবন্দর থেকে আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
দুই ছাত্রের হাতে হত্যার শিকার ভ্যানচালক; জিজ্ঞাসাবাদে দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
অনলাইন ভার্সন

রংপুরের মিঠাপুকুরে চার্জার অটো ভ্যানচালক মিয়াজান হত্যার ঘটনায় বৃহস্পতিবার সদ্য এসএসসি পরীক্ষায় পাশ করা দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে ভ্যানচালককে হত্যার দায় স্বীকার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত মাফলার, ছিনতাই হওয়া চার্জারভ্যান ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
গত ২১ জানুয়ারি সকালে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাগলারহাটের কাছে আজিজ কোম্পানির পাশে আমবাগান থেকে আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় মিয়াজান আলী (৩৫) নামে চার্জার ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার দুইজন হলো উপজেলার চেংমারী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মনিরুজ্জামান মনির (১৭) ও ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর সরকারপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে মেহেদি হাসান ওরফে সানি (১৬)। তারা দুইজন বন্ধু এবং সদ্য এসএসসি পরীক্ষায় পাশ করে বেকার অবস্থায় রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী (পশ্চিমপাড়া) গ্রামের মৃত নমির উদ্দিন পাইকারের ছেলে মিয়াজান আলী পেশায় একজন অটো ভ্যান চালক। তিনি ২০ জানুয়ারী বিকেলে প্রতিদিনের মত তার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাসায় ফিরেননি। পরদিন সকালে আমবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিয়াজানের মরদেহ উদ্ধার হয়। হত্যাকারীরা মিয়াজানকে হত্যা করে তার ব্যাটারি চালিত ভ্যান এবং মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। এ ঘটনায় মিয়াজানের মিয়ার স্ত্রী রোমানা বেগম ওরফে লালমাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ ওই দুই বন্ধুকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। জিজ্ঞাবাদে তারা জানায়, কাছে কোন টাকা না থাকায় তারা বুলবুল আহমেদকে জানায়। বুলবুলের পরামর্শে যাত্রীবেশে মিয়াজানের ভ্যান ভাড়া করে এবং আমবাগানে নিয়ে তাকে হত্যা করে। এরপর ভ্যান ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এরপর তারা ভ্যানটি নিয়ে রাতেই গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা এলাকায় চলে যায়। সেখানে ভানটি বিক্রি করে। তারা মিয়াজানের জানাযার নামাজেও অংশগ্রহণ করে। রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, গ্রেফতার ওই দুইজনকে জিজ্ঞাসাবাদের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর