চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো, দামুড়হুদার আমডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে মোহাম্মদ লাল্টু (২০) ও দামুড়হুদার তমালতলা গ্রামের আবুল কাশেমের ছেলে রিফাত হোসেন (১৮)।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদা থেকে দর্শনার দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত তিনচাকার যানবাহন আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুঘটনায় ঘটনাস্থলে একজন ও পরে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যায়। দুর্ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশংকাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন