জামালপুরে ইমাম, খতিব ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় ও ইমাম সম্মেলনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফ্ফর হোসেন।
এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসরাব হোসেন বাবুল, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আখতারুজ্জামন সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ