ময়মনসিংহের হালুয়াঘাটে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতেই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বীর মুক্তিযোদ্ধাগণ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, থানা অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে 'মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী' নামে ৭ দিনের একটি মেলারও আয়োজন করেছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। মেলাটি চলবে ২৩মার্চ পর্যন্ত।
বিডি প্রতিদিন/এএ