জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে। বৃহস্পতিবার এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদ, পৌরসভা, থানা পুলিশ, আওয়ামী লীগ, প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি কলেজ, সাবরেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ, কৃষকলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শিশু কিশোরদের নিয়ে আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ইউএনও মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ পিকুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, ওসি মোহাম্মদ নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আ. রশিদ, উপজেলা সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদ, কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ ইদ্রিস বাকের, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দীকী প্রমুখ।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার বিতরণ এবং বিকেল ৪টায় বোয়ালমারী বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে চত্বরে শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শণ এবং আলোক চিত্র অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া শাহ্ জাফর টেকনিক্যাল কলেজে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ