নিজের ভাইকে ফাঁসাতে রিবা আক্তার (১৫) নামে এক গার্মেন্টসকর্মীকে হত্যা করেছে আব্দুর রাজ্জাক মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধ। হত্যার দুই মাস আগে ওই গার্মেন্টস কর্মীকে সাংবাদিক বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ে করেন আব্দুর রাজ্জাক।
এ ঘটনায় গত বুধবার বিকালে আব্দুর রাজ্জাককে গাজীপুর থেকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে গত ১৫ মার্চ রিবা আক্তারের লাশ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রাম থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, আব্দুর রাজ্জাক ও তার ভাই আমিনুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আমিনুল ইসলামকে ফাঁসাতে গত ১৪ মার্চ রিবাকে বাড়িতে বেড়ানোর কথা বলে ধোবাউড়া গোয়াতলা কংশ নদীর তীরে এনে অপেক্ষমাণ দুই সহযোগী ধর্ষণের শেষে তাকে হত্যা করে। পরে আমিনুল ইসলামের বাড়ির পাশে ক্ষেতে লাশ ফেলে রাখে। লাশের সঙ্গে আমিনুল ইসলামের ছেলে শহীদুল্লাহর জন্ম নিবন্ধনের ফটোকপিও রেখে দেওয়া হয়।
বিষয়গুলো নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, দুই মাস আগে গাজীপুরে নরসিংদী জেলার মাধবপুর উপজেলার খিলগাঁও গ্রামের অটোচালক দুলাল মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী রিবা আক্তারের পরিচয় হয় আব্দুর রাজ্জাকের সাথে। পরে আব্দুর রাজ্জাক তাকে সাংবাদিক বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ে করে। বিয়ের পর আব্দুর রাজ্জাকের গাজীপুরের গাছা রোড এলাকায় ভাড়া বাসায় তরুণীর যাতায়াত ছিল।
বিডি প্রতিদিন/এমআই