বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালির শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আনন্দ র্যালি ও শিশু সমাবেশ, কেক কাটা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, ৭ দিনব্যাপী শিশু মেলার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের অনুষ্ঠানে পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগের সহযেগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের এসব অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ