নোয়াখালীতে মাইজদী পাবলিক কলেজ অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী উদযাপন করা হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের অনুষ্ঠামালার সূচনা করা হয়। কলেজ অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কর্ণারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন। বঙ্গবন্ধুর শিশু জীবন ও রাজনৈতিক জীবনসহ পুরো জীবনের কর্ম প্রবাহের উপর শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্য আলোক চিত্র প্রর্দশন করা হয়। অধ্যাপক তছলিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আলা উদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ তাকদির হোসেন মো: সাদরিল ওয়ালা প্রমূখ। কোরআনর তেলাওয়াত, দেশাত্ববোধক গান, বঙ্গবন্ধুর জীবনের উপর শিক্ষার্থীদের উপস্থিতিতে বক্তৃতা ও কবিতা আবৃতি করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।
এছাড়া নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও সোনাপুর কলেজসহ জেলার সকল সরকারি, বেসরাকরি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপি ব্যাপক কর্মসূচী পালন করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ