ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতার ১০২তম জন্মদিন পালন করেছে কিশোর-কিশোরী ক্লাব। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউডিএফ মঞ্জুর সামদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মাহমুদুল হক টিটু প্রমুখ।
মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, উপজেলার চরঝাউকান্দা, চরহরিরামপুর ও গাজীরটেক ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবেও জাতির পিতার জন্মদিন পালন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই