নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশা উল্টে আহত চালক ইদ্রিস প্রামাণিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এলাকাবাসী জানান, গত ২২ মার্চ সিংড়া থানাধীন ইটালী ইউনিয়নের সোনাপাতিল গ্রামের নিজ বাড়ি থেকে সিংড়ার উদ্দেশে রওনা হন ইদ্রিস প্রামাণিক। সকাল দশটার দিকে ওই এলাকার ডাকাতগারি নামক স্থানে পৌঁছালে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর সোমবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
নিহত ইদ্রিস প্রামাণিক উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/এমআই