বাগেরহাটে প্রতিনিধি
বাগেরহাট সদরের গোটাপাড়া গ্রামের খালে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়া একটি বিষধর খৈয়া গোখরা সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় সাপটি অবমুক্ত করে বন বিভাগ।
বাগেরহাটের পূর্বসুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাগেরহাটের সদরের গোটাপাড়া গ্রামের এক জেলে রবিবার বিকালে খালে মাছ ধরার সময় খেপলা জালে ধরা পড়ে একটি বিষধর খৈয়া গোখরা সাপ। রাতে খবর পেয়ে খৈয়া গোখরা সাপটি উদ্ধার করে বাগেরহাটে পূর্বসুন্দরবন বিভাগ সদর দপ্তরে নিয়ে আসা হয়।
এরপর সোমবার বিকালে সাপটি নিয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকার বনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়। খৈয়া গোখরা ফনাবিশিষ্ট বিষধর প্রজাতির সাপ। এই সাপটি ইন্ডিয়ান কোবরা নামেও পরিচিত। এটির বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’। উদ্ধার করা সাপটি ৫ ফুট লম্বা বলে জানান এই বনকর্মকর্তা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ