কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডেভিড হাসের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। গতকাল সোমবার সকাল ৮টায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ তার নেতৃত্বে প্রতিনিধিদল উপস্থিত হয়।
প্রতিনিধি দল সকাল ৯টায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর রেজিস্ট্রেশন সাইড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ অবস্থিত ফুড ডিসট্রিবিউশন সেন্টারের উদ্দেশে রওনা হয়।
পরে প্রতিনিধি দল দুপুরে ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর লার্নিং সেন্টার, কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল ক্যাম্প-৮ এর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে এসএমইপি প্রজেক্ট ও এসইএমপি মেকানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন।
উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধিদল বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা