সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে বিকল গাড়ি দু'টি সরিয়ে নেয়ার পর বেলা ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
আজ মঙ্গলবার ভোররাত থেকে এই যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। অন্যদিকে ভাবলা এলাকায় ৩ নম্বর ব্রিজের উপর একটি ট্রাক বিকল হয়ে যায়। এর কারনেই এ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট নিরসন হয়ে যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ