‘যথাযত প্রস্তুতি দুর্যোগে কমাবে ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের মিঠামইনে চলছে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের ৪র্থ দিনে অগ্নি নির্বাপন, ভূমিকম্প সচেতনতা ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
স্কাউট ক্যাম্পে আজ মঙ্গলবার সহস্রাধিক রোভার স্কাউটকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় রোভার স্কাউট ছেলে মেয়েরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ বিষয়ে প্রদর্শনীতে অংশ নেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ ও প্রদর্শনীতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. জসিম উদ্দিন।
প্রশিক্ষণ ও প্রদর্শন কার্যক্রমটি পরিচালনায় ছিলেন, মিঠামইন ফায়ার সার্ভিসের ফায়ার কর্মীরা। ফায়ার সার্ভিসের মিঠামইন স্টেশন অফিসার আবুজর গিফারী রোভারদের অগ্নিনির্বাপন ও ভূমিকম্প সচেতনতা বিষয়ক ব্রিফিং প্রদান করেন।
ক্যাম্পে অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল সাধারণ শিক্ষার্থী ও জনগণের মধ্যে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে মিঠামইন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।
পাঁচদিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে রোভার স্কাউট, স্কাউটার ও স্বেচ্ছাসেবকসহ ১৫০০ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহনকারীদের মধ্যে ভারত ও নেপাল থেকে ২৭ জন স্কাউট ও স্কাউটার রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল