পটুয়াখালীর কলাপাড়ায় গাছের চাপায় মো. তাহমিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাহমিদ ওই গ্রামের মো. শাহজালাল ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে গাছ কাটার সময় রশি থেকে গাছ ছুটে যায়। এসময় গাছের নিচ থেকে দৌড়ে যাওয়ার সময় শিশুটি চাপা পড়ে। এতে তার মাথার পেছনে মারাত্মক জখম হয়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই