চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ে কৃষক জোটের সাথে কৃষি দপ্তরের ত্রৈমাসিক পর্যবেক্ষণ বিষয়ক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাশরুরের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরিন বিনতে আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী ও বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত “কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)” আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত কৃষক জোটের নেতারা কৃষি সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি, সকল সারের ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে মূল্য তালিকা টাঙানো, সকল সারের ডিলার ও খুচরা বিক্রেতা - ক্রেতাকে ক্রয়কালীন রশিদ প্রদান, প্রত্যেকটি ইউনিয়নে মেইন ডিলারসহ কমপক্ষে ৩ জন সাব ডিলার নিয়োগ, সরকারি প্রণোদনা বীজ ও অন্যান্য সহযোগিতা সময়মত সরবরাহ করা, সরকারী প্রণোদনা সঠিক নিয়মে বন্টনের সুব্যবস্থা, ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তার শূন্যপদ পূরণ, সরকারি প্রণোদনাসহ অন্যান্য কৃষি সেবা বিষয়ক যাবতীয় তথ্য ইউনিয়ন পরিষদে টাঙানো, পানির অপচয় রোধে কম খরচে সরকারি উদ্যোগে সেচ ব্যবস্থা চালু, কৃষকদের বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য ফসলের মাঠে বজ্রপাতনিরোধী শেড নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির সহায়তা প্রদান, সরকারী প্রণোদনা এবং সরকারী বরাদ্দের সঠিক তথ্য ইউনিয়ন তথ্য ও পরামর্শ কেন্দ্রে টাঙানো, চুয়াডাঙ্গায় মাটি পরীক্ষাগার স্থাপন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সভাপতি রবিউল হক রবি, সম্পাদক আব্দুল মুকিত জোয়ার্দ্দার, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার, সদস্য বায়েজিদ জোয়ার্দ্দার, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক জোটের সম্পাদক দোয়াল্লিন মোল্লা, কোষাধ্যক্ষ মহাবুল হোসেন লাল্টু, আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের সভাপতি ছানোয়ার হোসেন, সম্পাদক বিপ্লব হোসেন।
অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ তালহা জুবাইর মাশরুর কৃষকদের দাবীর প্রতি সমর্থন দেন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠনাটি পারচালনা করেন, রিসোর প্রোগ্রাম অফিসার আদিল হোসেন এবং মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার দারুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ