ফেনীর দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- স্থানীয় রঘুনাথ পুর গ্রামের সাজু চেয়ারম্যানের বাড়ির ওবায়দুলের হকের ছেলে এহসানুল হক রবিন (১৮) ও জগৎপুর গ্রামের রহিম উল্যাহর ছেলে নুর ইসলাম (২১)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ডাকাতের এ চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় এবং পার্শ্ববর্তী নোয়াখালীর সেনবাগ এবং কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকায় ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে রঘুনাথপুরের একটি বাগানের চারপাশ পুলিশ তাদের ঘিরে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ কৌশলে তাদের ধাওয়া করে ২ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২ পিস কার্তুজ, চুরি, চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম