চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ, ২নং বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ১০নং গন্ধব্যপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে ফুল ও বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের নেতৃবৃন্দ। ওই সময় হাজীগঞ্জ উপজেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কমচারী ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ