ময়মনসিংহের নান্দাইল চরশ্রীরামপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত ব্যক্তির নাম মন্নাফ আলী (৫৫)। তিনি পেশায় অটোরিকশা চালক ও নান্দাইল পৌরশহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা। একইসাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত নাজমুল হাসান ডিপজল (২৫) ও মোশারফ হোসেন (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গাজীপুরের জৈনা বাজার ও ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। এ হত্যাকাণ্ডে অংশ নেয় অটোরিকশা ছিনকারি চক্রের পাঁচ সদস্য। ঘটনার একদিন পর ২০ জানুয়ারি নান্দাইল থানায় একটি মামলা দায়ের করা হলে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়। মঙ্গলবার বিকালে এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী।
তিনি জানান, গত ১৮ জানুয়ারি বিকালে নান্দাইল যাওয়ার কথা বলে ত্রিশালের বালিপাড়া এলাকা থেকে যাত্রী বেশে মন্নাফের অটোরিকশা ভাড়া করে পাঁচ ব্যক্তি। এরপর এলোমেলোভাবে বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে তারা। সন্ধ্যার পর চরশ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে চালক মন্নাফ আলীর গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাস্তার পাশে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
বিডি প্রতিদিন/এএম