নীলফামারীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার বেলা ১১টা থেকে সার্কিট হাউজে অর্ধ দিনের ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. হামিদুল হক।
এ সময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোজ্জাম্মেল হক।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ। কর্মশালা শেষে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার করে শপথ বাক্য পাঠ করেন কর্মশালায় অংশ নেওয়া অর্ধশতাধিক প্রতিনিধি।
বিডি প্রতিদিন/আবু জাফর