হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২০১৯ সালে যোগদানকৃত নবীন অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় হাবিপ্রবির আইকিউএসি-এর কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান সঞ্চালনায় টেকনিক্যাল সেশনে আলোচক ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর ডেপুটি রেজিস্ট্রার জনাব ড. মোঃ নওয়াব আলী।
বিডি প্রতিদিন/এএ